উদাস দুপুর বেলা সখা
যাইতে অনেক জ্বালা তোমার কাছে যে,
দেখতে তোমায় মন চাইছে
ও কি, দেখতে তোমায় মন চাইছে।
যখন ভাবি যাইবো সখা প্রেম করিবার তরে
দেশ দুনিয়ার সকল কাজই আমায় ঘিরে ধরে,
দুনিয়ার সকল কাজই আমায় ঘিরে ধরে।
আমি দুঃখের কথা বলবো কি আর
তোমার কাছে গিয়া,
তোমার কথা ভাইবা দেখি স্বপ্ন তোমায় নিয়া
দেখতে তোমায় মন চাইছে
ও কি, দেখতে তোমায় মন চাইছে।
তোমার মনের কথা বুঝে কষ্ট আমার লাগে
তুমি সখা ভুল বোঝোনা ভয়টা শুধু জাগে,
সখা তুমি ভুল বোঝোনা ভয়টা শুধু জাগে।
উথাল পাথাল নদীর ঢেউয়ে
উথাল পাথাল নদীর ঢেউয়ে,
বুকে জোয়ার ভাটা চলে,
চেয়ে তোমার পানে
দেখতে তোমায় মন চাইছে
ও কি, দেখতে তোমায় মন চাইছে।