আমারই আছো সেই সে তুমি
বুকের মাঝে আছো সেই সে তুমি
হৃদয় ছোয়া ভালবাসায়
আছো সকল ব্যাথা আর কথায়
সেই তুমি সেই তুমি
হৃদয় জুড়ে আছো সেই তুমি
স্নিগ্ধ ভোরের শিশির কনায়
মিশে আছো শুধু সেই তুমি
নিঃসঙ্গ রাতের সোনালী স্বপ্নে।।
তোমারই কথা ভাবি আনমনে
সেই তুমি সেই তুমি
হৃদয় জুড়ে আছো সেই তুমি
তুমি যতই দূরে যাও
তুমি যতই ব্যাথা দাও আছো আমারি
সেই তুমি
তুমি আছ দীর্ঘশ্বাসে আছো আমার সব বিশ্বাসে
আমারি সুখে আমারি দুঃখে
তুমি আছো শুধু এই বুকে
সেই তুমি সেই তুমি
বুকের মাঝে আছো সেই সে তুমি।।