দৃষ্টির সীমানায় বুকেরই আঙ্গিনায়
তুমি আছো সব ই আছে
তুমি নেই কিছু নেই
তুমি এলে মনে ওঠে আবেগেরই ঝড়
তোমারই দুচোখে আঁকি স্বপ্ন সাগর
তুমি আছো বলে আছে প্রেমেরই বাসর
তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই
তুমি এলে জেগে ওঠে ভালোবাসা ভোর
ফুলেরই সুরভি শুধু তোমাতে বিভোর
তুমি আছো বলে আছে মায়াবী প্রহর
তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই