সাজো সাজাও এমন করে
বুঝতে নারী কেমন তুমি,
সাজো সাজাও এমন করে
বুঝতে নারী কেমন তুমি,
আসল তোমার কতেক খাঁটি
কতেক নকল তোমার মাটি,
সাজো সাজাও এমন করে
বুঝতে নারী কেমন তুমি।
চুলের বাহার টেরি কেটে
সাধ কি শুধু তাতে মেটে,
চুলের বাহার টেরি কেটে
সাধ কি তবু তাতে মেটে,
দেখতে চাই গো হৃদয় ঘেঁটে ..
দেখতে চাই গো হৃদয় ঘেঁটে,
এ.. দেখতে চাই গো হৃদয় ঘেঁটে,
কোথায় পাতা শীতল পাটি –
সাজো সাজাও, সাজো
সাজাও এমন করে,
বুঝতে নারী কেমন তুমি।
খিল দিও না মনের দ্বরে
প্রেমের পাখি বাইরে ওড়ে,
খিল দিও না মনের দ্বরে
প্রেমের পাখি বাইরে ওড়ে,
দ্বার খুলে দাও আসুক ঘরে
দ্বার খুলে দাও আসুক ঘরে
র.. গড়, র.. গড়
রগড় হবে জমজমাটি।
সাজো সাজাও এমন করে
বুঝতে নারী কেমন তুমি,
আসল তোমার কতেক খাঁটি
কতেক নকল তোমার মাটি,
সাজো সাজাও, সাজো
সাজাও এমন করে,
বুঝতে নারী কেমন তুমি
সাজো ..