গানের নামযা হারিয়ে যায়
TitleJa Hariye Jae
SingerAnindya Chatterjee
LyricistSurojit Chatterjee
MovieShubho Bijoya
Rate this Lyric
যে কথা আলোর কাছে থাকে
ছায়া এসে ঢেকে যাবে তাকে,
হাওয়া দিলে স্মৃতি এলোমেলো
সাদা কালো ছবি ভেসে এলো।
 
বুকের ভেতরে
পাখিরা এসেছে উড়ে উড়ে,
বালিশ তোষকে
গল্পেরা হোক ভবঘুরে।
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়।
 
মেঘে মেঘে ঝড়ো বৃষ্টিরা
পুরোনো কথার মতো ঝরে,
অজুহাত অনাসৃষ্টিরা
মনে পড়ে খুব মনে পড়ে।
 
মেঘে মেঘে ঝড়ো বৃষ্টিরা
পুরোনো কথার মতো ঝরে,
অজুহাত অনাসৃষ্টিরা
মনে পড়ে খুব মনে পড়ে।
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়।
 
যে কথা হয়না বলা জোরে
যে স্মৃতি সতত ঘুমঘোরে,
যে দালানে আদুরে মাদুরে
নক্সীকাঁথায় মনজুড়ে।
 
বুকের ভেতরে
পাখিরা এসেছে উড়ে উড়ে,
বালিশ তোষকে
গল্পেরা হোক ভবঘুরে।
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়।
 
 
https://www.youtube.com/watch?v=FxfQAkqU-uU

Explore more tracks by Anindya Chatterjee

TrackLyricist
আমার ভিনদেশী তারাChandril Bhattacharya
মন হাওয়ায় পেয়েছি তোর নাম
এভাবেও ফিরে আসা যায়
মনের গুপ্তচরAnindya Chatterjee
জোনাকি
বাস স্টপে কেউ নেই
বর্ণপরিচয়Anindya Chatterjee
উল বোনের পাঁচালিAnindya Chatterjee
তোমারই তো কাছেPrasen
আদরAnindya Chatterjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *